Keyboard এর F1 থেকে F12 এর ব্যবহার:
F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয়।
আমরা যারা windows ব্যবহার করি তারা কমবেশি সকলেই জানি কিবোর্ডের Function key কি কাজ করে। আসুন আর একবার একটু জেনে নিই keyboard এর সবগুলো Function key এর কাজ –
F1 : উইন্ডোজের সমস্যায় সাহায্যের জন্য F1চাপতে হয়।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের (Rename) জন্য এটি ব্যবহৃত হয়। Alt+Ctrl+F2 চেপে ms wordএর নতুন ফাইল খোলা হয়।
এছাড়া Ctrl+F2 চেপে ওয়ার্ডে Print Priview দেখা যায়।
F3: এটি দিয়ে windows এর প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। এছাড়া Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ অনায়াসে করা যায়।
F4 : এই কি দিয়ে word এর last action performed আবার পুনরায় (Repeat) করা যায়। Alt+F4 চেপে active সব প্রোগ্রামclose করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। কঠিন রিফ্রেশের জন্য ctrl+F5 চাপতে হবে। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : এই key দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায়address bar নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ms word এ active program চালু করবেন।
F7 : ওয়ার্ডে বিভিন্ন ব্যাকরন এবং বানান ঠিক করা হয়। এছাড়া ফায়ারফক্সের Caret browsing চালু করতে পারেন। এছাড়া Shift+F7 চেপে ওয়ার্ডের কোন selectedশব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার জন্য চালু করতে পারেন।
F8 : অপারেটিং সিস্টেম চালু করার সময় অনেক সময় এই কি ব্যবহৃত হয়। যেমন, উইন্ডোজ Safe Mode এ চালাতে এই কি ব্যবহৃত হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার open করার জন্য F9 কি ব্যবহৃত হয়।
F10 : browser অথবা যেকোন activeউইন্ডোর মেনুবার select করা যায়।Shift+F10 চেপে selected লেখা/attach/লিংক.ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায় এই কি চেপে।
F11: Browser কে Full Screen এ দেখা যাবে।
F12 : ms word এর Save as উইন্ডো open করা যায় এই কি চেপে। এছাড়া Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করতে পারবেন। Ctrl+Shift+F12 চেপে ms word এপ ফাইল print করা হয়।
কি-বোর্ডের ১০ শর্টকাট:
দ্রুত সফটওয়্যার পরিবর্তন:
যদি আপনি একই সময়ে একাধিক সফটওয়্যারে কাজ করে থাকেন, তবে বারবার মাউসের মাধ্যমে নির্দেশনা দেওয়া বিরক্তির মনে হতে পারে। তাই ALT ও TAB বোতাম দুটি একসঙ্গে চেপে সহজেই এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে যেতে পারবেন। ম্যাক ওএস-এ COMMAND ও TAB বোতাম চেপে এই সুবিধা পাওয়া যাবে।
কম্পিউটার লক করতে:
কম্পিউটারে ব্যক্তিগত বা গোপনীয় কোনো কাজের ফাঁকে হুট করে কোথাও যেতে হলে কম্পিউটারটি লক করে যাওয়া ভালো। না, সত্যিকার তালা লাগিয়ে যেতে বলছি না। কম্পিউটারে দ্রুত ভার্চ্যুয়াল লকটি সক্রিয় করতে চাইলে উইন্ডোজ লোগো ও L বোতামটি একসঙ্গে চাপলেই তা হয়ে যাবে। ম্যাক ওএসের সর্বশেষ সংস্করণে COMMAND, CTRL ও Q বোতাম একসঙ্গে চাপলেই কম্পিউটার লক হবে।
সফটওয়্যার বন্ধ করতে চাইলে:
তড়িঘড়ি করে কোনো খোলা সফটওয়্যার বন্ধ করতে চাইলে একসঙ্গে চাপতে পারেন ALT ও F4 বোতাম। ম্যাক ওএসে এই সুবিধা পাওয়া যাবে COMMAND ও Q বোতাম একসঙ্গে চেপে।
আন্ডুর বিপরীত রেডু করতে চাইলে
বেশির ভাগ ক্ষেত্রে কম্পিউটারে লেখার সময় কোনো কিছু পরিবর্তন করে ফেললে তা আবার ফিরিয়ে আনা যায় আন্ডুর মাধ্যমে। তবে আন্ডু করা অংশ আবার পুনরায় ফিরিয়ে আনতে ব্যবহৃত হয় রেডু। কম্পিউটারে CTRL ও Y একসঙ্গে চাপলেই যেকোনো পরিবর্তন রেডু হয়ে যাবে। ম্যাক ওএসে এই সুবিধা পেতে একসঙ্গে চাপতে হবে COMMAND, SHIFT ও Z বোতাম।
যেকোনো কিছু সিলেক্ট করতে:
মাউসের বাম বোতাম চেপে যেকোনো কিছুই সিলেক্ট বা নির্দিষ্ট করা যায়। তবে কম্পিউটারে কোনো লেখা বা ক্ষুদ্র কিছু সিলেক্ট করতে মাউসের ব্যবহারে রয়েছে বেশ ঝামেলা। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কি-বোর্ড শর্টকাট। CTRL ও SHIFT বোতামের সঙ্গে দিকনির্দেশক কি (Arrow Keys) চেপে যেকোনো দিকে যেকোনো কিছু সিলেক্ট করা যাবে। ম্যাক ওএসে সুবিধাটি ব্যবহার করতেCTRL এর বদলে চাপতে হবে COMMANDবোতাম।
ডেস্কটপে যেতে:
কোনো সফটওয়্যার ব্যবহার করার সময় ডেস্কটপে যেতে চাইলে সফটওয়্যারটি বন্ধ করার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে উইন্ডোজ লোগো ও D একসঙ্গে চাপলেই ডেস্কটপ দেখা যাবে।
সেটিংস খুলতে:
কন্ট্রোল প্যানেলের ভেতরেই থাকে কম্পিউটারের সাধারণ সেটিংস। সেটি চটজলদি খুলতে চাইলে উইন্ডোজ লোগো বোতাম ও I (আই) একসঙ্গে চাপলেই বেরিয়ে আসবে সাধারণ সেটিংস।
টাস্ক ম্যানেজার চালু করতে:
কম্পিউটারে সাধারণত কোনো সফটওয়্যার আটকে গেলে টাস্ক ম্যানেজারের প্রয়োজন পড়ে। সহজেই তা চালু করতে CTRL, SHIFT ও ESC বোতাম একসঙ্গে চাপলেই চালু হয়ে যাবে টাস্ক ম্যানেজার। ম্যাক ওএসে COMMAND, OPTION ও ESC বোতাম একসঙ্গে চাপলেই এ সুবিধা পাওয়া যাবে।
স্থায়ীভাবে ফাইল মুছে ফেলতে:
কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলতে ডিলিট বোতামে চাপলেই সেটি মুছে যায়, তবে অস্থায়ীভাবে। ফাইলটি জমা হয় রিসাইকেল বিনে। স্থায়ীভাবে কিছু ফেলতে চাইলে একসঙ্গে SHIFT ও DEL বোতাম চাপলেই তা মুছে যাবে। ম্যাক ওএসে COMMAND, OPTION ও DELETE বোতাম চেপে স্থায়ীভাবে মুছে ফেলা যাবে যেকোনো ফাইল।
স্ক্রিনশট নিতে:
স্মার্টফোনের মতো কম্পিউটারেও প্রায়শ প্রয়োজন পড়ে স্ক্রিনশট নেওয়ার। উইন্ডোজ কম্পিউটারে সেই সুবিধা পেতে চাপতে হবে CTRL ও PRTSCN বোতাম। ম্যাক ওএসে চাপতে হবে COMMAND, SHIFT ও 3বোতাম।
মজিলা ফায়ারফক্স শর্টকাট:
CommandMac OSWindowsGo back a page.Command + Left ArrowAlt + Left ArrowGo forward a page.Command + Right ArrowAlt + Right ArrowReload current page.F5F5Toggle between full screen and regular screen.Command + Shift + FF11Stop page from loading.EscEscComplete a .com address.Command + ReturnCtrl + EnterComplete a .net address.Shift + ReturnShift + EnterComplete a .org address.Command + Shift + ReturnCtrl + Shift + EnterClear recent history.Command + Shift + DeleteCtrl + Shift + DeleteAdd a bookmark for the current page.Command + DCtrl + DDisplay available bookmarks.Command + Shift + BCtrl + Shift + BDisplay the download window.Command + JCtrl + JOpen a new browser window.Command + NCtrl + NPrint current page.Command + PCtrl + POpens a new tab.Command + TCtrl + TClose the tab.Command + WCtrl + WClose window.Command + Shift + WCtrl + Shift + WUndo the close of a window.Command + Shift + NCtrl + Shift + NUndo the close of a tab.Command + Shift + TCtrl + Shift + TMoves through each of the open tabs.Ctrl + TabCtrl + TabGo to bottom of page.Command + Down ArrowEndGo to top of page.Command + Up ArrowHome
Chrome Keyboard Shortcuts:
CommandMacOSWindowsOpen new window.Command + NCtrl + NOpen new tab.Command + TCtrl + TReopen the last closed tab.Command + Shift + TCtrl + Shift + TMove to next tab.Command + Option + Right ArrowCtrl + TabMove to previous tab.Command + Option + Left ArrowCtrl + Shift + TabOpen previous page in browsing history.Command + [Alt + Left ArrowOpen next page in browsing history.Command + ]Alt + Right ArrowClose current tab.Command + WCtrl + WClose current window.Command + Shift + WAlt + F4Open Bookmarks Manager.Command + Option + BCtrl + Shift + OOpen History page.Command + YCtrl + HOpen Downloads page.Command + Shift + JCtrl + JOpen Find Bar.Command + FCtrl + FPrint current page.Command + PCtrl + PSave current page.Command + SCtrl + SReload current page.Command + RF5Save current page as a bookmark.Command + DCtrl + DToggle full-screen mode.Command + Ctrl + FF11
কি-বোর্ড শর্টকাট:
CTRL + C (কপি করুন)
Ctrl + X (কাট)
Ctrl + V (পেস্ট)
CTRL + Z এর (পূর্বাবস্থায় ফিরুন)
DELETE (Delete)
Shift + DELETE (রিসাইকেল বিনে আইটেমটি স্থাপন ছাড়া স্থায়ীভাবে নির্বাচিত আইটেম মুছুন)
CTRL যখন একটি আইটেম (নির্বাচিত আইটেম কপি) টেনে
Ctrl + Shift যখন একটি আইটেম টেনে (নির্বাচিত আইটেমের একটি শর্টকাট তৈরি করুন)
CTRL + Right Arrow (পরবর্তী শব্দের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
CTRL + Left Arrow (পূর্ববর্তী শব্দের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
CTRL + Down Arrow (পরবর্তী অনুচ্ছেদের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
CTRL + Up Arrow (পূর্ববর্তী অনুচ্ছেদের শুরুতে সন্নিবেশ বিন্দু সরান)
তীরচিহ্নগুলি সাথে Ctrl + Shift (টেক্সট একটি ব্লক শব্দ হাইলাইট হবে)
Ctrl + A (সকল নির্বাচন করুন)
ALT + ENTER (নির্বাচিত আইটেমের জন্য বৈশিষ্ট্য দেখুন)
Alt + F4 (সক্রিয় আইটেমটি বন্ধ, অথবা সক্রিয় প্রোগ্রাম প্রস্থান)
ALT + ENTER (নির্বাচিত বস্তুর বৈশিষ্ট্যাবলী প্রর্দশিত)
ALT + Spacebar (সক্রিয় উইন্ডোর শর্টকাট মেনু খুলুন)
Ctrl + F4 (সক্রিয় ডকুমেন্ট বন্ধ প্রোগ্রাম যে আপনি একাধিক নথি আছে সক্রিয় মধ্যে opensimultaneou সেয়ানা)
ALT + TAB এর (খোলা আইটেম মধ্যে স্যুইচ করুন)
Alt + Esc (যাতে তারা খোলা হয়েছে এ আইটেম মাধ্যমে সাইকেল)
Shift + F10 (নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু প্রদর্শন)
ALT + Spacebar (সক্রিয় উইন্ডোর জন্য সিস্টেম মেনু প্রদর্শন)
Ctrl + Esc (স্টার্ট মেনু প্রদর্শন)
ALT + নিম্নরেখাঙ্কিত চিঠি (সংশ্লিষ্ট মেনু প্রদর্শন) একটি খোলা মেনুতে একটি কমান্ডের নাম আন্ডারলাইন চিঠি (অনুরূপ কমান্ড চালনার)
Right Arrow (ডান পাশে মেনু খুলুন, বা একটি সাবমেনু ওপেন)
Left Arrow (বাম পাশে মেনু খুলুন, বা একটি সাবমেনু বন্ধ)
BACKSPACE (আমার কম্পিউটার বা উইন্ডোজ এক্সপ্লোরার ফোল্ডার onelevel আপ দেখুন)
Ctrl + Tab (ট্যাব মাধ্যমে অগ্রসর)
CTRL + Shift + Tab (ট্যাব মাধ্যমে পশ্চাদবর্তী)
Tab (বিকল্পগুলির মাধ্যমে অগ্রসর)
Shift + Tab (বিকল্পগুলির মাধ্যমে পশ্চাদবর্তী)
ALT + নিম্নরেখাঙ্কিত চিঠি (অনুরূপ কমান্ড চালনার বা সংশ্লিষ্ট বিকল্প নির্বাচন করুন)
ENTER (সক্রিয় বিকল্প বা বোতাম জন্য কমান্ড চালনার)
Spacebar (নির্বাচন করুন অথবা চেক বক্স পরিষ্কার যদি সক্রিয় বিকল্প একটি চেক বক্স)
BACKSPACE (কোন ফোল্ডারে এক স্তর আপ খুলুন যদি কোন ফোল্ডারে সেভ হিসেবে বা ওপেন ডায়ালগ বক্স-এ নির্বাচিত করা হয়)
Windows System কিছু Commands:
devmgmt.msc: Device Manager
msinfo32: System Information
cleanmgr: Disk Cleanup
ntbackup: Backup or restore Wizard (Windows Backup Utility)
mmc: Microsoft Management Console
excel: Microsoft Excel (if installed)
msaccess: Microsoft Access (if installed)
powerpnt: Microsoft PowerPoint (if installed)
winword: Microsoft Word (if installed)
frontpg: Microsoft FrontPage (if installed)
notepad: Notepad
wordpad: WordPad
calc: Calculator
msmsgs: Windows Messenger
mspaint: Microsoft Paint
wmplayer: Windows Media Player
rstrui: System restore
control: Opens the Control Panel
control printers: Opens the printers dialogue box
cmd: Command Prompt
iexplore: Internet Explorer
compmgmt.msc: Computer Management
dhcpmgmt.msc: DHCP Management
dnsmgmt.msc: DNS Management
services.msc: Services
eventvwr: Event Viewer
dsa.msc: Active Directory Users and Computers
dssite.msc: Active Directory Sites and Services
আট সেকেন্ডের জন্য 14 ডানে সরান (সুইচ FilterKeys পারেন বা বন্ধ):
বাম Alt + বাম Shift + Print Screen(উচ্চ বৈশাদৃশ্য সুইচ চালু বা বন্ধ হয়)
বাম Alt + বাম SHIFT + NUM টি লক (MouseKeys সুইচ অন বা বন্ধ)
SHIFT পাঁচবার (StickyKeys সুইচ অন বা বন্ধ)
NUM Lock (ToggleKeys সুইচ অন বা বন্ধ)
উইন্ডোজ লোগো + U (ওপেন ইউটিলিটি ম্যানেজার)
END টি (সক্রিয় উইন্ডোর নীচে প্রদর্শন)
Home (সক্রিয় উইন্ডোর উপরে প্রদর্শন)
NUM LOCK + + তারকা চিহ্ন (*)(সাবফোল্ডার নির্বাচিত ফোল্ডারের অধীনে সব প্রদর্শন)
NUM LOCK + + প্লাস চিহ্নে (+)(নির্বাচিত ফোল্ডারের বিষয়বস্তু প্রদর্শন)
এমএমসি কনসোল উইন্ডো শর্টকাট কী:
Shift + F10 (নির্বাচিত আইটেমের জন্য অ্যাকশন শর্টকাট মেনু প্রদর্শন)
F1 কী (সাহায্য বিষয়ে খুলুন, যদি থাকে, নির্বাচিত আইটেমের জন্য)
F5 চাপুন কী (সব কনসোল উইন্ডো বিষয়বস্তু আপডেট করুন)
CTRL + F10 চাপুন (সক্রিয় কনসোল উইন্ডো ম্যাক্সিমাইজ)
CTRL + F5 চাপুন (সক্রিয় কনসোল উইন্ডো রিস্টোর)
ALT + ENTER (Properties ডায়ালগ, যদি থাকে, theselected আইটেমের জন্য প্রদর্শন)
F2 চেপে কী (নির্বাচিত আইটেমের রিনেম)
Ctrl + F4 (সক্রিয় কনসোল উইন্ডো বন্ধ করুন. কনসোল শুধুমাত্র এক কনসোল উইন্ডো আছে যখন, এই শর্টকাট কনসোল বন্ধ)
রিমোট ডেস্কটপ কানেকশন ন্যাভিগেশন:
CTRL + ALT + End (মাইক্রোসফট উইন্ডোজ এনটি সিকিউরিটি ডায়ালগ বক্স খুলুন)
Alt + Page Up (প্রোগ্রামের মধ্যে সুইচ বাম থেকে ডানে)
ALT + Page Down (বাম ডান থেকে প্রোগ্রামের মধ্যে সুইচ)
ALT + Home (স্টার্ট মেনু প্রদর্শন)
CTRL + ALT + BREAK (একটি উইন্ডো এবং একটি পূর্ণ পর্দা মধ্যে ক্লায়েন্ট কম্পিউটার সুইচ)
ALT + DELETE (উইন্ডোজ মেনু প্রদর্শন)
CTRL + ALT + ঋণচিহ্ন (-) (টার্মিনাল সার্ভার ক্লিপবোর্ডে ক্লায়েন্ট সক্রিয় উইন্ডোর একটি স্ন্যাপশট রাখুন এবং একটি স্থানীয় কম্পিউটার Print Screen টিপে হিসাবে একই কার্যকারিতা প্রদান.)
CTRL + ALT + প্লাস চিহ্নে (+) (টার্মিনাল সার্ভার উপর সম্পূর্ণ ক্লায়েন্ট উইন্ডোর এলাকায় স্থান asnapshot clipboardand একটি স্থানীয় কম্পিউটার এবং ALT + Print Screen aspressing একই কার্যকারিতা প্রদান)
© Microsoft
0 Comments