প্রথমে সবাই এই লিংকে ক্লিক করুন, তারপর? 

১। এস এস সি বা অন্য কিছু দিবেন।
          ↓
২। শিক্ষাবর্ষ দিবেন।
          ↓
৩। বোর্ড  দিবেন।
          ↓
৪। রোল নাম্বার দিবেন।
          ↓
৫। রেজিস্ট্রেশন নাম্বার দিবেন।
          ↓
৬। তারপরে সংখ্যা মিলেয়ে বসাবেন।

এখন আসি কিভাবে SMS এর মাধ্যমে Result দেখবেন?

এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। 

Example: SSC RAJ 123456 2020 
(send this message to 16222)

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

Example: DAKHIL MAD 123456 2020
(send this message to 16222)

আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।
Example: SSC Tec 123456 2020 
(send this message to 16222)

★ এসএমএস এ খরচ হবে ২ টাকা ৫৫ পয়সা

ফল প্রকাশের সাথে সাথে প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

© Bd Result