ইউজার নাম কি? ইউজার নামের খুঁটিনাটি বিস্তারিত (username details)




আমরা অনেকে জানিনা যে ইউজার নাম কি বা ইউজার নামের গুরুত্ব কতটা?
আজকে বুঝতে পারবেন যে ইউজার নামের গুরুত্ব কতটা ও এটি ইউনিট কেন?

ইউজার নাম হল এক ধরণের নির্দিষ্ট প্রোফাইল লিংক। এই ইউজার নাম যে কোনো ওয়েবপেজে একটাই হয়। অনলাইন জগতে ইউজার নামের গুরুত্ব অনেক।

একটি ওয়েবপেজে এক ধরণের হাজার হাজার নাম থাকে বা থাকতে পারে তবে ইউজার নাম একটাই হয়। এই ইউজার নাম দিয়ে সার্চ দিলে শুধু সেই নির্দিষ্ট প্রোফাইল চলে আসবে। এতে সহজে সবার আইডি চেনা ও খুঁজে পাওয়া যায়।

ধরুন ফেসবুকে আপনার নাম পলকবিডি। এই পলকবিডি দিয়ে অনেক আইডি আছে ফেসবুকে। তাহলে আপনি আপনার পলকবিডি কে কিভাবে খুঁজে পাবেন?
এই জন্য আপনার সঠিক ইউজার নাম থাকলে আপনিও সহজে পলকবিডি কে খুঁজে পাবেন।

ইউজার নামের ধরণ হয়ে থাকে এমন?
www.facebook.com/pollockbd
এখানে (/) এর পরে যা থাকবে তাই ইউজার নাম আর এই ইউজার নাম ফেসবুকে একটাই হবে।

অনলাইন জগতে অনেক ওয়েবপেজ আছে যেমন: Facebook, Instagram, Youtube, Twitter, Wikipedia সহ আরো লক্ষ লক্ষ ওয়েবপেজ আছে আর এর ভিতরে একই নামের অনেক কিছু থাকলেও নির্দিষ্ট ইউজার নাম একটাই হবে।

ওয়েবপেজ আলাদা হলে ইউজার নাম ও আলাদা হবে। তবে একটি ওয়েবপেজে নির্দিষ্ট  একটি ইউজার নামই থাকবে।

যে কোনো আইডি খুললে ইউজার নাম অটো বসে যায় তবে ইউজার নাম ইডিট করে নিজের পছন্দমত ও সহজ কিছু নাম বা সংখ্যা বসিয়ে নেওয়া যাবে আর সহজে আপনি আপনার প্রোফাইল শেয়ার করতে পারবেন ও এই অপশন টি অনেক ভালো দেখায়।
প্রায় সকল প্রোফাইলের ইউজার নাম পরিবর্তন করা যায়।

আশাকরি সবাই ইউজার নাম সম্পর্কে বুঝতে পেরেছেন।

© PollockBD

Post a Comment

0 Comments