ওয়েবসাইট শুধু নির্দিষ্ট কোনো কিছুর জন্য না। যে কোনো প্রয়োজনে ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে। বর্তমান যুগে ওয়েবসাইটের গুরুত্ব অনেক বেশি।
ওয়েবসাইটে সকল ধরণের কাজ করা যেতে পারে। ওয়েবসাইট বিভিন্ন ধরণের হয়।
শুধুমাত্র ব্যাবসাহিক কার্যক্রমের জন্য এই অনলাইন দুনিয়া যে এত বড় হয়েছে বিষয়টি কিন্তু আসলে তা নয় বরং প্রতিটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ স্কুল-কলেজ তাদের পড়াশোনার মান এবং ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দের জীবন সহজ করার জন্য ব্যবহার করছে অনলাইন জগতকে যেটি আমরা বাংলায় বলে থাকি ওয়েবসাইট। অবশ্য ইংলিশেও ওয়েবসাইট।
স্কুল-কলেজের জন্য যদি একটি ওয়েবসাইট বানানো হয় তাহলে অনেক বেশি সুবিধা পাওয়া যেতে পারে। আপনার স্কুল বা কলেজের সকল ডিটেলস আপনি আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লিপিবদ্ধ করে রাখতে পারবেন সারা জীবনের জন্য।
অর্থাৎ আপনি যদি চান আপনার স্কুলের সকল স্টুডেন্টদের ইনফর্মেশন, সকল স্টুডেন্টদের ফ্যামিলির ইনফর্মেশন, টিচারদের ইনফর্মেশন, এককথায় সকল ইনফরমেশন আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতে পারবেন।
একটি স্কুল বা কলেজের ওয়েবসাইট যেই সুবিধা গুলো দিয়ে থাকে সেটার মধ্যে অন্যতম আর একটি সুবিধা হল আপনি আপনার স্টুডেন্টদের জন্য আপনার ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা আপনার ওয়েবসাইট থেকে তাদের পরীক্ষার রেজাল্ট অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই দেখতে পারবে।
যেটার ফলস্বরুপ আপনাকে বা আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিটি ক্লাস রুমে গিয়ে সেই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট দেখাতে হবে না বরং অনলাইনের মাধ্যমে আপনার ছাত্র-ছাত্রীরা খুব সহজেই তাদের রেজাল্ট দেখে নিতে পারবে।
ওয়েবসাইটের অনেক বড় সুবিধা হল: যে কেউ যেখানে সেখানে থেকেও স্কুল-কলেজের সব খোঁজ খবর রাখতে পারবে।
স্কুল কলেজের ওয়েবসাইটের আরেকটি বড় সুবিধা হলো আপনার স্কুল বা কলেজের বিভিন্ন নোটিশ আপনাকে অথবা আপনার সহকারি শিক্ষকদের প্রতিটি ছাত্র-ছাত্রীর কাছে গিয়ে বা ক্লাসে গিয়ে সেই নোটিস বলে আসতে হয় অর্থাৎ স্কুলের বিভিন্ন অনুষ্ঠান কিংবা স্কুলের সরকারি ছুটি অথবা বেসরকারি ছুটির জন্য আপনাকে আপনার প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীর কাছে বলে আসতে হয় বা বার বার কথাটি প্রকাশ করতে হয়।
কিন্তু আপনার যখন একটি ওয়েবসাইট থাকবে তখন আপনার এসব সমস্যা হবে না। প্রতিষ্ঠানের সকল নোটিশগুলো শো করাতে পারবেন এবং আপনার স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ যেই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট নোটিশগুলো দেখে নিতে পারবে। এক্ষেত্রে আপনার কোনো বাড়তি ঝামেলা হবে না।
স্কুল-কলেজের কে কি বললো বা কোন কথা ঠিক বা ভুল তা নিয়ে অনেক ঝামেলা হয়ে থাকে অনেকের ভিতরে। এসব ঝামেলা দূর হবে আর সকল সুবিধা এই ওয়েবসাইট এ পাওয়া যেতে পারে।
বর্তমান যুগে অনলাইনে সব হচ্ছে। শতকরা ৭০% মানুষ এখন ভালো মানের আপডেট ফোন ব্যবহার করছে। এর ফলে তারা সহজে সকল সুবিধা পাচ্ছে অনলাইনে।
© PollockBD
0 Comments