সহজে অনলাইন থেকে আয় করবার সাধারণ কিছু উপায় ও পরামর্শ। বিস্তারিত



প্রথমে বলে রাখা ভালো যে, একদম সহজে কিছু হয় না।

তবে অনেক সহজ নিয়ম আছে যার ফলে আপনারা একটু কষ্ট করে সহজে ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন।

আসল কথা প্রথমে কাজ না জেনে টাকা টাকা করলে আপনার কপালে কিছুই জুটবে না তাই আগে কাজটা একটি বুঝে নিন তারপরে শুরু করে দিন।


আপনার অনেকেই ভাবেন যে, অনলাইনে টাকা ইনকাম করা অনেক সহজ তবে নিজে ইনকাম করতে গেলে আর পারেন না।


মূল কথা জানলে সব সহজ আর না জানলে সব কঠিন।


আমরা অনেকেই কিছু apps, কিছু ওয়েবসাইট অথবা পণ্য বিক্রি বা কোড বসানোর কাজ করে থাকি।

এডস, ভিডিও দেখা, কোড বসানো, পণ্য বিক্রি এমনকি লিংক শেয়ারের মাধ্যমে এসব কাজ করে হালকা কিছু টাকা ইনকাম করি তবে আর কতদিন?

যদি apps, website এসব না থাকে বা বন্ধ করে দেয়, তখন কি করবেন?

এই জন্য একটু একটু করে যে কোনো কাজ শিখে নেওয়া ভালো। বর্তমানে অনেক ওয়েবসাইট ও ইউটিউবে সব ধরণের কাজ নিয়ে বিভিন্ন কন্টেন্ট ও ভিডিও আছে তাই আপনি যেই কাজ পারবেন বলে মনেহয় সেই কাজ বিষয়ে বোঝার চেষ্টা করুন।


অনলাইনে অনেক ধরণের কাজ আছে। যা যা পারবেন তাই নিয়ে মাঠে নামুন আর একটু একটু করে শিখুন।


এদিকে অনলাইনের বড় বড় প্ল্যাটফরমে কাজ করা অনেক কঠিক তারপরেও কাজ সহজে পাওয়া যায়না আবার কত রকম একাউন্ট লাগে। নতুন দের জন্য এসবই কঠিন কাজ হয়ে দাঁড়াই।


আধুনিক যুগে অনেক কোর্স কম টাকাতে করাচ্ছে তবে তাও কাজ হচ্ছে না বা অনেকে প্রতারিত হচ্ছে অন্যদিকে টাকা নেই তাই কোর্স করেনা অনেকে। তাহলে এসবের সমাধান কি?


আমরাও চাই যে, সবাই কম বেশি ইনকাম করুক আর দেশে গরিবের সংখ্যা কম হোক।


এই জন্য আমাদের সহজ ও সাধারণ পরামর্শ হল : 

* আপনি যদি গল্প বা অন্য কিছু লিখালিখি করতে পারেন তাহলে ব্লগ সাইট ব্যবহার করেন আর নিজের মত কিছু পোষ্ট করেন তারপরে গুগোল এডস বসিয়ে সারাজীবন ইনকাম করেন।


* যদি আপনি নাচ, গান-বাজনা ও অভিনয়ে ভালো হোন তাহলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন তারপরে ইউটিউবে আপলোড দেন তারপরে এখানেও গুগোল এডস বসিয়ে ইনকাম করতে পারবেন। 


(উপরের ২ টি পথ সব থেকে সহজ ও ভালো পথ। এই ২ টি পথ ব্যবহার করে অনেক কিছু করতে পারবেন আশাকরি)


সবচেয়ে বড় পরামর্শ হল ধৈর্য হারাবেন না। নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করুন। হেরে না যেয়ে কাজ করার চেষ্টা করুন। যারা কাজ সম্পর্কে জানে তাদের সাথে আলোচনা করুন। প্রয়োজনে কয়েকজন মিলে কিছু করার চেষ্টা করবেন। যেই যাই বলুক না কেন, নিজেকে শক্ত করুন আর নিজের পছন্দমত কিছু করুন। 


মনে রাখবেন কষ্ট করলে তার ফল অবশ্যই পাবেন। 


প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাএ ১২০ টাকাতে আমরা ব্লগার ডিজাইন সহ ২ দিনের সাপোর্ট দিয়ে থাকি। এই অফার সীমিত সময়ের জন্য। সময়ের সাথে তাল মিলাতে আমাদের সাথে চলুন। 


© PollockBD

Post a Comment

0 Comments