একটি ইন্টারনেট সংযোগ থেকে একাধিকজন ইন্টারনেট চাইলে সহজেই ব্যবহার করতে পারেন। এতে করে একটি সংযোগ থেকেই একাধিক যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। এই কাজটি নিজের স্মার্টফোন দিয়েই করা সম্ভব।
চাইলেই একটি ইন্টারনেট সংযোগক স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপে ভাগাভাগি করে সবাই মিলে ব্যবহার করতে পারবেন।
এ জন্য আপনার করনীয়?
(নোট: এটি যেই ফোন থেকে কানেকশন নিবে তার সেটিং)
> স্মার্টফোনে ইন্টারনেট চালু করুন।
> Settings এ যাবেন। এখানে More অথবা Wireless & networks এ যাবেন।
> Tethering & portable hotspot চাপুন ও টিক চিহ্ন দিন।
> আপনার Wi-Fi hotspot চালু হয়ে যাবে।
এবার হটস্পটের কনফিগারেশনে নেটওয়ার্ক নাম ও পাসওয়ার্ড সেট করতে হবে।
> Set up Wi-Fi hotspot-এ ক্লিক করে একটি নাম আর আপনার পছন্দের পাসওয়ার্ড দিন।
> Security তে WPA 2 PSK এর যায়গাতে None করে দিলে কোনো পাসওয়ার্ড লাগবেনা, অর্থাৎ যে কেউ ব্যবহার করতে পারবে।
> পাসওয়ার্ড কমপক্ষে ৮ টি বা বেশি দিতে হয়।
> এবার সেভ করুণ..
(একবার এই সেটিং সেভ করলেই হবে, এরপরে কানেকশন শেয়ার করতে চাইলে শুধু ডাটা কানেকশন আর ওয়াই-ফাই হটসপট চাল করলেই হয়)
* যেভাবে আপনার ডিভাইসে কানেকশন নিবেন?
আপনার ওয়াই-ফাই চালু করুণ, যার নেট কানেকশন নিবেন তার wi-fi name এ ক্লিক করে পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড না থাকলে শুধু নামে ক্লিক করলে কানেকশন পেয়ে যাবে!
#Maximum connections থেকে সর্বোচ্চ কতজনকে নেট ব্যবহার করতে দেবেন সেটিও নির্ধারণ করা যাবে। হটস্পট তৈরি করার সেটিংস একেক যন্ত্রের সংস্করণে একেক রকমভাবে থাকে। তবে Internet sharing (লুমিয়া), Personal Hotspot/iPhone Tethering (আইফোন), Tethering & portable hotspot (অ্যান্ড্রয়েড) অপশনগুলো যে যন্ত্রেই থাকবে, সেখান থেকেই ওপরের নিয়ম মেনে হটস্পট তৈরি করা যাবে। কাজ শেষে অন্য যেকোনো স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের ওয়াই-ফাই চালু করে নিতে হবে। ওয়াই-ফাইয়ের নেটওয়ার্ক তালিকায় আপনার তৈরি করা নেটওয়ার্ক নাম স্বয়ংক্রিয় স্ক্যানের মাধ্যমে পেয়ে গেলে সেটিতে চাপ দিয়ে আগের সেট করা আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে ইচ্ছেমতো ইন্টারনেট ব্যবহার করা যাবে।
(এক এক ফোনের এক এক রকম অপশন তবে নিয়ম একই, একটু মন দিয়ে পড়বেন আর চেষ্টা করুণ, আশাকরি কাজে লাগবে)
© PollockBD
0 Comments