গল্প (love story) : ভালোবাসা হচ্ছে কোনো বিশেষ মানুষের প্রতি স্নেহ, আবেগ, অনুভূতি ও দুর্বলতার বহিঃপ্রকাশ। ভালোবাসার গল্প বলে আসলে শেষ করা যাবে না। ভালোবাসা অসীম। ভালোবাসা আছে বলেই মানুষ সামাজিক জীব। ভালোবাসা দেখা যায় না, এটা অনুভব করে নিতে হয়। তাই ভালোবাসা হচ্ছে ব্যক্তিগত অনুভূতি যা একজন অন্যজনের প্রতি অনুভব করে। এ পৃথিবীতে ভালোবাসা আছে বলেই ভালোবাসার গল্প আছে। আর এই ভালোবাসার অনুভূতি, মিলন ও বিচ্ছেদ থেকেই ভালোবাসার গল্পের সৃষ্টি। ভালোবাসার গল্প বা রোমান্টিক ভালোবাসার গল্প পড়ে মানুষ তার মনের খোরাক জোগায়। রোমান্টিক ভালোবাসার গল্প ও ভালোবাসার গল্পের মধ্যে পার্থক্য খুবই সামান্য।তবে সাধারণত যে গল্পে অতিরিক্ত রোমান্স থাকে তাকে রোমান্টিক ভালোবাসার গল্প বলা হয়।
© PagesBD
0 Comments